Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউডিসিতে কি কি সেবা পাবেন

পাতা

সেবা সমুহ


সেনেরচর ইউনিয়ন ডিজিটাল সেন্টার

 

বাংলাদেশের চুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। UISC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UISC গুলোর মাধ্যমে স্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে (uisc) স্থানীয় জ্ঞান কেন্দ্র বলা যেতে পারে। স্থানীয় মানুষদের বিভিন্ন  তথ্য ও সেবা দিয়ে UISC গুলো তাদের সময়, শক্তি এবং অর্থ অপচয় রোধ করে। তাই UISC গুলোকে টেকসই ও স্থায়ী করতে নাগরিকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন।

 

।** এখানে অনলাইনের মাধমে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা হয়।** অনলাইনের মাধ্যমে সকল প্রকার তথ্য আদান প্রদান করা হয়।

** জাতীয় ইকোষের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, মানবঅধিকার, কর্মসংস্থান বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হয়।

** অনলাইনের মাধ্যমে দেশ বিদেশে কথা বলা ও নগদ টাকা আদান প্রদান করা হয়। ** অনলাইনের মাধ্যমে চাকুরির বিজ্ঞাপন,  চাকুরির আবেদন, ভর্তি ফরম পূরন ও রেজাল্ট দেখা হয়।
** এখানে মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা, টাকা পাঠানো ও উত্তলোন করা হয়।
**এখানে ছবি তোলা ও ছবি থেকে ছবি করা হয়।
** কম্পিউটার কম্পোজ ও ফটোকপি করা হয়। এখানে স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া হয়।
** অনলাইনের মাধমে গ্রামীনফোন, রবি, টেলিটক,এয়ারটেল সিমে রিচার্জ করা যায়।
** পাসপোর্ট ও ভিসা প্রসেসিং করা হয়।
** ইমেইল আদান প্রদান করা হয়।
** সল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ ও সার্ভিসিং করা হয়।
** ডিস সংযোগের মাধমে পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টিভিতে প্রচার করা হয়।

 

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি